Notice Details
এতদ্বারা বড়পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জানো যাইতেছে যে, তাহাদের নিবন্ধন কল্পে নিবন্ধন ফি, শিক্ষার্থ ীর PP সাইজের স্কুল ড্রেস পরিহিত ঘুমটা ছাড়া ২ কপি রঙ্গিন ছবি, বাংলা ও ইংরেজি জন্মনিন্ধনের ফটোকপি, পিত-মিাতার NID ফটোকপি নিজ নিজ শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইলো।
জমা দানের তারিখঃ-
৮ম শ্রেণি ০৮/০৯/২০২৪ খ্রিঃ হইতে ০৯/০৯/২০২৪ খ্রিঃ পর্যন্ত।
৬ষ্ঠ শ্রেণি ০৮/০৯/২০২৪ খ্রিঃ হইতে ২৫/০৯/২০২৪ খ্রিঃ পর্যন্ত।
প্রধান শিক্ষক
বড়পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।